জাবি সংবাদদাতা : ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচি স্থগিত হওয়ার পেছনে আওয়ামী এমপিকে পুনর্বাসন, ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব, আর্থিক লেনদেনে অসচ্ছতাসহ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় হুমকি ও চাপের মুখে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিক সৈকত ইসলাম।
গত বৃহস্পতিবার জাগোনিউজ২৪.কম-এ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করেছিল। তবে ওই কর্মসূচির পেছনে এক সাবেক আওয়ামী লীগ এমপির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার বিষয়টি উঠে আসে। পরে অর্থের ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয় এবং কর্মসূচি হঠাৎ স্থগিত করা হয়।
সৈকতের অভিযোগ, প্রতিবেদন প্রকাশের পর থেকে ‘সময়ের আলো’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ তাকে একাধিকবার ফোন করে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির উদ্দীনের পক্ষে জেরা করেন এবং একপর্যায়ে রিট করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, “আমি যখন জানতে চাইলাম, আপনি নাসিরের হয়ে কেন ফোন দিচ্ছেন, তখন তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।”
এরপর তিনি জানতে পারেন, ‘জাগোনিউজ’ ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে। সৈকতের ভাষ্য, “নিউজটি সরিয়ে নেওয়া এবং আমাকে যেভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি।”
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এমতাবস্থায় আমি পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। আমি আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।”
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ ক্যাম্পাসের সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।