গ্রাম-গঞ্জ-শহর
বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস পালিত
অধিকার, সমতা, ক্ষমতায়ন সকল নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Printed Edition
রংপুর অফিস : “অধিকার, সমতা, ক্ষমতায়ন সকল নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এত বিশেষ অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জেলা পুলিশ সুপার আবু সাইম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম। শেষে ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গাইবান্ধা
মানববন্ধন, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. মাসুদ মিয়া, মৌটুসী রহমান ইনান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম মামুন প্রমুখ। শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান বক্তারা।
এদিকে, বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। বাংলাদেশ নারী আন্দোলন, গাইবান্ধা জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মিছিল করে। অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাসরিন সুলতানা রেখা, আফরোজা বেগম লিলি, পারম্নল বেগম প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
জৈন্তাপুর
জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ক্ষুদ্রঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ই মার্চ সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক ক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
আদমদীঘি (বগুড়া)
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কণ্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল প্রমুখ।
পঞ্চগড়
‘অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের হলরুমে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রাজী টুলু, পঞ্চগড় মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক একে এম ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানসহ প্রমুখ।
সাদুল্লাপুর
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮মার্চ) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর উপস্থাপনায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মাদ অনিক ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এস আই সুমন রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হকসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ঝিনাইদহ
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
পাংশা (রাজবাড়ী)
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ) “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ২৫জন দুস্থ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের অস্বচ্ছল পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি নতুন ঘরের ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। শনিবার(৮ মার্চ) দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেরা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের বাতিসা ইউনিয়ন আমীর মাওলানা সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর ও সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ মাহফুজ, শ্রমিক নেতা মীর হোসেন, শেখ ফরিদ, মালয়েশিয়া প্রবাসী কাজী জাফর আহমেদ প্রমুখ।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই শ্লোগানে সকাল ১০টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজিত আন্তর্জাতিক নারীর দিবস উদযাপনের কর্মসূচি আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধন শেষে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বগুড়া রোড, বাজার স্টেশন রোড, মুক্তির সোপানের সামনে দিয়ে ঘুরে আবারো কালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মীরা, এনজিও কর্মী ও নারী সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।