মোহাম্মদ জাকির লস্কর, শ্রীনগর (মুন্সীগঞ্জ) : প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর পরগনা নতুনের গায়ে পুরোনো দিনের স্মৃতি। দেয়াল ও গম্বুজের ছাদ থেকে চুন–সুরকি ঝরে পড়ছিল। এলাকাবাসীর উদ্যোগে সংস্কার করা হয়েছে। ঐতিহ্যবাহী চাঁনখা মসজিদ, বিক্রমপুর-তর্থা মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা, হলদিয়া ইউনিয়ন, কারপাশা গ্রামে অবস্থিত চাঁনখা মসজিদ। মসজিদটি ঠিক কত বছর আগে নির্মাণ করা হয়েছে, তার সঠিক তথ্য জানা যায়নি, চাঁনখা মসজিদ নামেই পরিচিত, তবে মোগল স্থাপত্যের নিদর্শনগুলো থাকায় ধারণা করা হয়েছে মোঘল আমলের মসজিদ হবে। দৃষ্টিনন্দন নকশাখচিত চোখের দৃষ্টি পরতেই চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর রীতি পুরোনো যাবে, নতুন আসবে—এটিই প্রকৃতির নিয়ম। সেই নিয়মেই পুরোনো স্থাপনার স্থানে গড়ে উঠেছে ঝকঝকে নতুন মসজিদ। তবে তাতে জড়িয়ে আছে সেই অতীতের স্মৃতির।
গ্রাম-গঞ্জ-শহর
ঐতিহ্যবাহী চাঁনখা মসজিদ
প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর পরগনা নতুনের গায়ে পুরোনো দিনের স্মৃতি। দেয়াল ও গম্বুজের ছাদ থেকে চুন–সুরকি ঝরে পড়ছিল। এলাকাবাসীর উদ্যোগে সংস্কার করা হয়েছে। ঐতিহ্যবাহী চাঁনখা মসজিদ
Printed Edition
