তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে সৃষ্ট এক সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়নাল হক তার প্রেমিকা সাকিরুনের ঘরে প্রবেশ করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। এসময় সাকিরুনের বাবা ও ভাইয়েরা আয়নালকে ধরে মারধর করেন। পরে আহত অবস্থায় আয়নাল তার লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে পুনরায় হামলা চালাতে গেলে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে। এতে আয়নাল মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে সাকিরুন খাতুনের দুই ভাই আমীর হোসেন (৪০) ও নুরুল হককে (২৭) গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
পরকীয়ার জেরে প্রেমিক নিহত গ্রেফতার ২
সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে সৃষ্ট এক সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।