ফুটবল টুর্নামেন্ট
রংপুর অফিস : রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা রংপুর সদর উপজেলা দলকে ২-১ গোলে পরজিত করে এ গৌরব অর্জন করে। গত ২০ আগস্ট বুধবার বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রংপুর স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপ¯ি’তিতে এই ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল।
মতবিনিময় সভা
রংপুর অফিস : ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ ও ব্যবসায়ীদের হয়রানি রোধে কাস্টমস ও ভ্যাটবিভাগের কর্মকর্তাদের সাথে রেস্তোরাঁ মালিক সমিতির মতবিনিময় সভা গত ২০ আগস্ট বুধবার নগরীর সেন্ট্রাল রোড বিভাগীয় কাস্টমস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা সন্তোশ সরেন সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভা
সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বনিক সমিতির সভাপতি স্বপন, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ।
এছাড়াও আলোচনায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রশিক্ষণ
গাইবান্ধা : বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা রোভারের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ৪ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কোর্স আদর্শ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় কোর্স ফর রোভার মেট এতে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফুল রেজা এএলটি, প্রশিক্ষক হিসেবে এই কোর্সের দায়িত্ব পালন করছেন কমল কান্তি গোপএএলটি, ধীরেষ চক্রবর্তী এএলটি, খন্দকার শাহ মোঃ জোবায়ের আলী উটবাজার, রুহুল আমিন উডবাজার, মাহবুবুর রহমান সোহেল উডবাজার, তামজিদুর রহমান উড-বাজার।, কোর্সে রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ জন রোভার ও গাল ইন রোভার অংশগ্রহণ করেন।