বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার মহিলা জামায়াতে উদ্যোগে মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৩ই অক্টোবর সকাল ১০ টায় মদিনা বাজার কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ সদর উপজেলা আমির নুরুল আমিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ (সদর গজারিয়) আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ মুন্সীগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি মো মজনু দেওয়ান, আদারা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, রামপাল ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, মাহাকালী ইউনিয়ন সেক্রেটারি মো আজাহারুল ইসলাম পলাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মহিলা জামায়াতের সকল জনশক্তিকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
প্রতিটি ঘরে ঘরে যে মহিলাদেরকে আল্লাহর আইন পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত মুন্সিগঞ্জ ৩ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ বলেন। জামায়াত সরকার গঠন করতে পারলে মহিলারা সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবে আল্লাহ প্রদত্ত সকল সুযোগ সুবিধা তাদের প্রদান করার চেষ্টা করা হবে। তাই আসন্ন নির্বাচনে মহিলাদেরকে ঘরে ঘরে যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।