দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপুল (৬৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।) ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক পিপলু মঙ্গলবার সকাল সাড়ে সাড়েটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকাল নয়টায় নাটোর কাচারী মাঠে গার্ড অব অনার প্রদান শেষে তার মরদেহ দাফন করা হবে। নাটোর শহরের আলাইপুর মহল্লার বাসিন্দা। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় মুজলিসে সূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর মোঃ নুরুল ইসলাম এবং নাটোরে কর্মরত সাংবাদিকগণ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
নাটোরে একুশে টিভির সাংবাদিক পিপলুর ইন্তেকাল
দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপুল (৬৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।)
