জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় খুলনা মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও শহীদদের অবদানের স্মৃতিচারণ করা হয়।

শহীদ আমিনুল ইসলাম বিমান মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আরাফাত হোসেন মিলন বলেন, জুলাইয়ের শহীদেরা যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। ফ্যাসিবাদের সকল চিহ্ন এ দেশ থেকে মুছে ফেলতে হবে। বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে ছাত্রশিবিরের জনশক্তিসহ ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে।