ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় রান্নাঘরে রাখা সবজি কাটা বটি ঘাড়ে পড়ে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের “সততা প্রিন্টিং প্রেস”-এর মালিক মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে সবজি কাটছিলেন। খেলার ছলে বটি ধরতে চাইলে, মা সেটি রান্নাঘরের র্যাকে রেখে দেন। কিছুক্ষণ পর মা অন্য ঘরে চলে গেলে সাইম র্যাকের উপর থেকে বটি নামাতে গিয়ে সেটি ঘাড়ের উপর পড়ে যায়। এতে তার ঘাড়ের রগ কেটে মারাত্মক রক্তক্ষরণ হয়।
আহত অবস্থায় সাইমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।