সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২০২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা চাল কল মালিকের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ অর্থবছরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩৮ মেঃটন। কেজি প্রতি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪৮ মেঃটন। কেজি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।