নরসিংদী সংবাদদাতা : ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফির অভিযোগে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে তিন যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। গত শনিবার এলাকার সমীবাদ গ্রামের হাসেন মিয়ার ছেলে মো. রাহিম (১৮), আইয়ুব মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৮) ও গাজীপুরা এলাকার রইছ উদ্দিনের ছেলে ত্রিসাদ (২০) কে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে প্রেরণ করা হয়। আদালত অভিযুক্তদের কারাগারে প্রেরণ করেন। চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের ভুক্তভোগী তরুণীর থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে অভিযুক্ত মাহাবুবুর রহমান (২৮) তার মুখ চেপে ধরে বাড়ির সামনে খড়কোটার মধ্যে নিয়ে যায় এবং তাকে মাটিতে ফেলে দেয়। রাহিম (১৮) তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করা হয়। এসময় তাদের আরো ৪/৫ জন সহযোগী এ ধর্ষণ চেষ্টায় লিপ্ত ছিল এবং তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা গত ১৬ জানুয়ারি রাতে গাজীপুরা বাজার এলাকা থেকে রাহিম, মাহাবুবুর রহমান ও ত্রিসাদকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। পরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করে এবং সেটি পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে দেন। ঘটনাটি এলাকাবাসীর নজরে এলে তারা ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন, শনিবার আটকদের পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে। এছাড়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।