আশরাফুল আলম সিদ্দিকী কাজল, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মাহমুদ হাসান এর আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে সম্মানিত দুই বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ইসাহাক। সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মাহমুদ হাসান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি মিসেস এ্যাডভোকেট আনজুমান আরা, সহ সভাপতি এ্যাডভোকেট মোহাঃ সোহরাব আলী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক), পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদসহ অন্যান্য আইনজীবীগণ। অনুষ্ঠানের শুরুতে এপিপি এ্যাডভোকেট মাসির আলী কোরআন তেলাওয়াত করেন।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে জেলা বারের পক্ষ থেকে ২ বিচারপতিকে সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি