‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যে সাভারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪’তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে ব্যানার, সকলের মাথায় রঙ্গিন ক্যাপ পড়ে সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (বিজয়-৭১) গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এতে অংশ নেন জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোহসিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।