ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ভাষানপোতা এলাকায় মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গুলী করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত মতিয়ার রহমান বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে। ঘটনার পেছনে স্বর্ণ চোরাচালান বা পূর্ব বিরোধের জের থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিকেলে ভাষানপোতা গ্রামের মাঠে গুলীবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা দ্রুত মতিয়ার রহমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, মতিয়ার রহমানের ডান হাতের পাশ দিয়ে পিঠে একটি গুলী লেগেছে। গুলীটি শরীরের ভেতরেই রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে গুলী করার ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ঘটনার পরপরই থানার পুলিশ, গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমিও নিজে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত বলা যাবে।