দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ব্যাংক ম্যানেজারের ভুয়া পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোনে এই অপতৎপরতা চালাচ্ছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মেঘনা উপজেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি সতর্কবার্তায় জানানো হয়, চক্রটি নিজেদের কখনও ইউএনও আবার কখনও সোনালী ব্যাংক মেঘনা শাখার ব্যবস্থাপক হিসেবে পরিচয় দিচ্ছে। তারা কৌশলে বীর মুক্তিযোদ্ধাদের ফোনে যোগাযোগ করে আর্থিক লেনদেনের কথা বলে টাকা দাবি করছে।এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার দৃঢ়ভাবে জানান, উপজেলা প্রশাসন বা ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোনে কোনো প্রকার আর্থিক দাবি বা লেনদেন করে না। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় আমরা তৎপর। এই প্রতারক চক্রকে চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এ ধরনের কোনো ফোন কল পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।