আমির হামজা, খোকসা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসায় সহকারী এটর্নি জেনারেল মো. রেজাউল ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যক্তিগত অর্জনের স্বীকৃতির পাশাপাশি এই আয়োজনকে দেখা হচ্ছে খোকসার শিক্ষা, সংস্কৃতি ও নাগরিক সমাজের সম্মিলিত অগ্রযাত্রার প্রতীক হিসেবে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে খোকসা নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। কলেজের প্রভাষক সাইফুদ্দীন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থার সভাপতি রবিউল আলম বাবুল, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন ও খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুজ্জামান রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক আহসান উল্লাহ কিরণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সন্তানকে সম্মান জানানোর মাধ্যমে খোকসাবাসী প্রমাণ করেছে তারা মেধা, যোগ্যতা ও দায়িত্বশীলতাকে মর্যাদা দিতে জানে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, আইন, প্রশাসন ও রাষ্ট্রীয় সেবায় উৎসাহিত করবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে নাগরিকদের অংশগ্রহণ এ অঞ্চলের সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক জাগরণের পথকে আরও সুদৃঢ় করবে। খোকসার নাগরিক সমাজ দিন দিন আরও সংগঠিত ও সচেতন হচ্ছে বলেও তারা অভিমত প্রকাশ করেন।
এ সময় সহকারী এটর্নি জেনারেল মো. রেজাউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। স্থানীয় জনগণের এই সম্মান তাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে খোকসা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে খোকসা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনকে খোকসার সাংস্কৃতিক ও শিক্ষাগত শক্তির পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।