বান্দরবান জেলা সংবাদদাতা : আজ সোমবার বান্দরবান পৌরএলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এস এস সি পরিক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হবে।

সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক জানান বান্দরবান কেন্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ৪২ জন ছাত্র ছাত্রী, বান্দরবান ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার ২ জন, বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, আল ফারুখ ইনষ্টিটিউট এর ৮ জন, বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ১২ জন, বান্দরবান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫জন।।

সর্বোমোট ৮৪ জন শিক্ষার্থীকে আজ সম্বর্ধনা দেয়া হবে।