স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসে আয়োজন করা হলো উন্মুক্ত গণশুনানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগী সংগঠন সনাক গাজীপুর এবং সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই গণশুনানি জনসাধারণের প্রত্যাশা, সমস্যা ও অভিজ্ঞতা সরাসরি তুলে ধরার এক সক্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়।
সনাক সভাপতি যোবেদা আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে উপস্থিত ছিলেন মোঃ মঈন খান এলিস, সহকারী কমিশনার (ভূমি) এবং মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ)। গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী, গণমাধ্যমকর্মী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যসহ স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সেবা গ্রহীতা হিসেবে ভূমি সেবার অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোঃ ইকবাল। তিনি ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বাস্তবচিত্র, জটিলতা এবং নাগরিকসেবার প্রত্যাশার দিকগুলো অর্থবহভাবে উপস্থাপন করেন।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারণ, বন ও সড়ক বিভাগের সঙ্গে সম্পত্তি মালিকানা সমস্যা, নামজারি, খাজনা পরিশোধ, ভূমির শ্রেণী সংশোধন, অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ, অনলাইন সেবা আরও সহজ করা, নারী সেবাগ্রহীতাদের জন্য উপযুক্ত ওয়াশরুম, দ্রুত অভিযোগ নিষ্পত্তি—এসব বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যা তাৎক্ষণিক সমাধান করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। তিনি বলেন, গণশুনানি শুধু অভিযোগ শোনার জায়গা নয়, এটি জনগণ ও প্রশাসনের মাঝে আস্থার সম্পর্ক গড়ে তোলার বড় মাধ্যম। ভূমি সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।
টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর আবুল ফজল মোহাম্মদ আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণশুনানিতে বক্তব্য দেন কানুনগো মোঃ আনোয়ারুল ইসলাম, সনাকের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী, ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ হাসান আলীসহ অন্যরা।
অংশগ্রহণকারীরা নিয়মিত এ ধরনের গণশুনানি আয়োজনের দাবি জানান এবং সনাক–টিআইবি ও ভূমি অফিসের উদ্যোগকে স্বচ্ছ সেবা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।