বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিক জনতার রয়েছে বিশাল অবদান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধ করেছে। জীবন দিয়েছে। বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে দুই শতাধিক শ্রমিক শাহাদাৎবরণ করেছে। শ্রমিক-মেহনতি মানুষের জীবন, রক্ত ও ঘামের উপর দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অতএব, শ্রমিকদের নাগরিক অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূরণ করতে হবে।

শ্রমিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শ্রমিক সন্তানদের শিক্ষার বন্দোবস্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হতে হবে শ্রমিক বান্ধব। শ্রমিকদের যথাযথ অধিকার প্রদানের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। আর শ্রমিক বান্ধব ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে শ্রমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে খালিশপুর থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং খুলনা-২৩৬৬) উদ্যোগে শ্রমিকদের সম্মানে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বদরুর রশিদ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. নাসরুল্লাহর পরিচালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, টিম সদস্য আজিজুর রহমান, মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বুলবুল কবির, আনিসুর রহমান মন্টু, শহিদুল ইসলাম, আসাদুল্লাহ, সাঈদুর রহমান, ইউনিয়নের নির্বাহী সদস্য আবু সাঈদ, কামরুল ইসলাম, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, তাজ মোহাম্মদ, আল মামুন হোসেন, জলিলুর রহমান, আজিজুল ইসলাম, জাকির হাসান, আব্দুল মান্নান, ইমরান হোসেন, আনোয়ার হোসেন, হায়দার আলী, ওমর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।