বটিয়াঘাটা উপজেলা সংবাদদাতা : খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের নবম শ্রেণীর শিক্ষার্থী তুলি মল্লিক সারা বাংলাদেশের মধ্যে এক অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৫”-এর খ শাখায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে সে।
দরিদ্র পরিবারের মেধাবী এই কন্যা শিক্ষার্থী তুলি দুই ভাইবোনের মধ্যে সবার ছোট। তার পিতা একজন সাধারণ মাছ বিক্রেতা—দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেয়ের প্রতিভা বিকাশে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। প্রতিকূলতার মাঝেও তুলির এই অর্জন তার পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর জন্য বিরাট গৌরবের।
কৃষি কর্মশালা
গাজীপুর : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা তরুণদের মধ্যে কৃষি বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিবন্ধন পেল
বড়লেখা (মৌলভীবাজার) : বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নিবন্ধন পেয়েছে বড়লেখা উপজেলার আতুয়া নামা বড়াইল বেঙ্গল এফসি ফুটবল একাডেমি। এ উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) সংগঠনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার (এডহক কমিটি) সদস্য সচিব মো. নূর হোসেন।
বীজ ও সার বিতরণ
হাটহাজারী (চট্টগ্রাম) : ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ক্যাম্পেইন
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। সম্প্রতি কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নি¤œ আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।