ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চালাচ্ছে চিহ্নিত দুই বালুদসু।
জানাগেছে, ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নের ভাকুলিয়া এলাকায় ও যাদবপুর ইউনিয়নের আমছিমুর গুচ্ছ গ্রামের পাশে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লুট পাট করছেন বালুদস্যু পলাশ ও ইজ্জত আলী। এই বালুদস্যুরা দীর্ঘ দিন ধরে বংশী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বালু বিক্রি করেছে। এ দিকে বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই বালুদস্যু চক্রটি। অন্য দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব। এই বালু দস্যুদের সাথে গোপনে আঁতাত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের সাথে। বালুদস্যু বলেন, পত্রিকায় নিউজ করে কোন লাভ হবে না, কারন আমরা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউ এন ও সাহেবকে ম্যানেজ করেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোঃ: মামনুন আহাম্মেদ অনীক এ প্রতিবেদককে বলেন, এই বালু দস্যুদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।