গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত সীমান্তবর্তী আনারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংগাবাড়ি বিওপি-এর টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত একটি স্থান থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।