নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঐ তরুণ আত্মহত্যা করে। বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কালামিয়ার পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম মনির হোসেন কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সেখানে কামরুলের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
পরে তার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।