গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ও সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগে শতাধিক পরিবার উপকৃত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, “সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সমাজের প্রত্যেকটি মানুষ ন্যূনতম খাদ্য ও মৌলিক চাহিদা পূরণের সুযোগ পাক।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আলাউদ্দিন, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুর রহমান এবং রায়েদ ইউনিয়ন সভাপতি মনির হোসেনসহ জামায়াত ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সুবিধাভোগীদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জন্য খুবই দরকারি, বিশেষ করে এই দুর্দিনে।”

এই ফুড প্যাকেট বিতরণ কার্যক্রম সমাজে সহযোগিতা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকরা।