ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের নেতা গোলাম মতুর্জা। আটক গোলাম মর্তুজা (৭২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। গতকাল রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে গমনের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে দর্শনা থানা হেফাজতে প্রেরণ করে। গোলাম মর্তুজা ২০১৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামীলীগ সমর্থিত জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
গ্রেফতারকৃত মোঃ গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানার এফআইআর নাম্বার ৯, তারিখ-২৭.০৮.২০২৪ খ্রি. জি আর নং-১২৭, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩২৫/৩৪২/৩০৭/৩৮০/৫০৬(২)/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪ ঞযব বীঢ়ষড়ংরা ঝঁনংঃধহপবং অপঃ ১৯০৮ এবং জীবননগন থানায় অপর একটি মামলা রয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।