হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে প্রশাসনের সাথে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত তিন আসনের এমপি প্রার্থীরা নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও নবাগত পুলিশ সুপারের (এসপি) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত ৯ ডিসেম্বর দুপুরে প্রথমে মানিকগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের কার্যালয়ে যান তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সাথে সাক্ষাৎ করতে যান জামায়াতের তিন প্রার্থী।

সাক্ষাৎকারী প্রার্থীরা হলেন, ডা. মো. আবু বকর সিদ্দিক, এমপি প্রার্থী মানিকগঞ্জ-১ আসন, মোহাম্মদ জাহিদুর রহমান, এমপি প্রার্থী মানিকগঞ্জ-২ আসন এবং মাওলানা মো. দেলোয়ার হোসাইন, এমপি প্রার্থী মানিকগঞ্জ-৩ আসন।

সাক্ষাৎকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট আনোয়ার হোসাইন, পৌর আমীর হুমায়ুন কবির, সদর উপজেলা আমীর ফজলুর রহমান। এছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রশাসনের সাথে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, নির্বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই সকল প্রার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

জামায়াতের প্রার্থীরাও প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম যেন বাধাহীনভাবে পরিচালনা করতে পারেন- সে বিষয়েও সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সহায়ক পরিবেশ বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।