রাজশাহীর তানোরের কোয়েল হাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার রাতে ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ৪২ ফুট গভীর থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। রাত পৌনে ১০টার দিকে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার সকালে তার জানাযা সম্পন্ন হয়।

গতকাল শুক্রবার সকাল ১০টায় বাড়ির পাশে স্থানীয় মাঠে শিশু সাজিদের জানাযা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা একটার দিকে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ওই দিন বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সঙ্গে ছিল পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় মানুষ। উদ্ধারের পর রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে ওপরে তোলা সম্ভব হয়। অভিযানটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

এদিকে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা কৃষক রাকিবুল ইসলাম এ ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘অবহেলাকে দায়ী করে বিচার দাবি করেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যারা এই হাউজিং (গর্ত) করেছেন, তাঁদের অবহেলাতেই আমার কোল খালি হলো। তাঁরা যদি একটা বস্তা দিয়েও মুখটা ঢেকে রাখতেন বা একটা নিশানা দিতেন, তবে দুর্ঘটনা ঘটতো না।’