কালাইয়ে শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
জয়পুরহাটের কালাইয়ে দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) অফিস কার্যালয়ে কালাই উপজেলা শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোঃ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ও নওগাঁ ক্লাস্টার পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়র রহমান।
সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মোঃ শামীম রেজা। এছাড়াও ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুল হক, ট্রেজারার মোঃ মতিয়র রহমান, ডিরেক্টর মোঃ আনতাজ আলী মন্ডল, মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ম্যানেজার মোখলেছুর রহমান বক্তব্য রাখেন।