কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : “নিরাপত্তাই আগে, পরে কাজ” এবং “দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার সময় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুজিবার রহমানের সভাপতিত্বে ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গরিবের ডাক্তার নামে খ্যাত আলহাজ্জ অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম।

তিনি বলেন, “নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “প্রতিটি শ্রমিক যেন জীবনের ঝুঁকি ছাড়াই কাজ করতে পারেÑ এজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”