রায়গঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত ২০ আগস্ট উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোঁয়া মনি ওই গ্রামের সুমন শেখের মেয়ে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকা-। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে ছোঁয়া নিখোঁজ ছিল। মাদরাসা থেকে ফিরে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে পাশের এক আত্মীয়ের পরিত্যক্ত টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের পরণে থাকা জামাও রক্তে ভেজা ছিল। তার মুখম-ল, মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আমরা চাই, হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের প্রতি আমরা সহযোগিতার আহ্বান জানাই।”