রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বলেছেন, জামায়াত দলীয় দৃষ্টিকোন বিবেচনা না করে সর্বসাধারণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। উন্নয়ন মূলক কাজের ক্ষেত্রে জামায়াত সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশ্রয় দেয় না। উপকূলীয় দূর্যোগ কবলিত রামপাল -মোংলা এলাকায় লবনাক্ততার কারনে সাধারণ মানুষের সুপেয় পানির চরম সংকট বিবেচনা করে সর্বসাধারণের কল্যাণে জামায়াত গভীর নলকূপ স্থাপনের কাজ করছে। তারই অংশ হিসেবে রামপাল উপজেলার গোবিন্দপুর আদর্শ গ্রামের দুই পাড়ে জামায়াতের উদ্যোগে দুটি নলকূপ স্থাপন করা হল। এটা কোন দলীয় লোকের জন্য নয়। সর্ব সাধারণ যারা অসহায় ব্যক্তিগত ভাবে টিউবওয়েল বসাতে পারে না তাদের সকালের জন্য এগুলো উন্মুক্ত করে দেওয়া হলো। গোবিন্দপুর আদর্শ গ্রামের প্রায় দুইশ’ লোক এর সুবিধা ভোগ করবে। তিনি বলেন, খাবার পানির জন্য মা বোনেরা অনেক দূর থেকে পানি বহন করতে অনেক কষ্ট করে থাকেন। দূষিত পানি পান করে অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এসব এলাকার সুবিধা বঞ্চিত জনসাধারণ। তিনি বলেন, ইতোমধ্যে আমরা জামায়াতের উদ্যোগে ফয়লা আদর্শ গ্রামে ২ টি,বাবুরহাটে ১ টি টিউবওয়েল নির্মাণ শেষে উদ্বোধণ সম্পন্ন করেছি। এ পর্যন্ত জামায়াতের উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় মোট ৫৬ টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনে বিপর্যস্থ উপকূলীয় অঞ্চল রামপাল -মোংলা সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সব ধরনের মৌলিক পদক্ষেপ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে জামায়াতের।