বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়াতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থরা। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন (ইউএনও) জামশেদুল আলম, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার রবীন্দ্র বড়ুয়া, বাবলু বড়ুয়া, ঋতু বড়ুয়া, সুনীল বড়ুয়া, প্রিয়তমা বড়ুয়া।

সম্প্রতি উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় ভয়াবহ এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

স্থানীয় সুজিত বড়ুয়া জয় বলেন, রাত ১২ টার দিকে মল্লিক বড়ুয়া তার পাশের বাড়ির রবীন্দ্র বড়ুয়ার বসতঘরে হঠাৎ আগুন দেখে শোর চিৎকার করলে আমি দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই, তবে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে সুজিত। এই ঘটনায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা।