ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী শাখা। আজ ১৯ শে মার্চ বুধবার বিকেল চারটায় নগরীর টাউন হল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডাক্তার রেজওয়ানুল হক। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।

আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, মহানগরীর অফিস সম্পাদক ইকরামুর রহমান, প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, অফিস সম্পাদক ওবায়দুর রহমান, মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান প্রমুখ।