চট্টগ্রাম নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলার ১০টি ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় এ সংক্রমণ শনাক্ত হয়।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে ১৪ জন চট্টগ্রাম মহানগরের এবং একজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬০ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত শনাক্ত মোট ১৬০ জনের মধ্যে ১৪৫ জন নগর এলাকার এবং ১৫ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বাসিন্দা।