জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, দৈনিক সংগ্রাম, দৈনিক সাথমাথার পাঁচবিবি উপজেলা সংবাদদাতা, কলম সৈনিক নির্ভীক সাংবাদিক আবু হাসান (৪৫) গতকাল বৃহস্পতিবার সকাল ৭.১৫ মিনিটে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি পেশাগত দায়িত্ব পালনকালে বুধবার বিকেলে ব্রেনস্টোক করেন। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর প্রাথামিক চিকিৎসা নিয়ে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ইন্তিকাল করেন। তিনি স্ত্রী, দুই অবুজ শিশু, মাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবু হাসানের প্রথম নামাযে জানাযা বাদ জোহর পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদে এবং ২য় নামাজে জানাজা শেষে নিজ গ্রাম পাটাবুকায় পারিবারিক করস্থানে কাফন-দাফন করা হয়।

তাঁর অকাল মৃত্যুতে গভীরসমবেদানা জ্ঞাপন করে শোকবিবৃতি দিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ ও রাশেদুল আলম সবুজ, আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল ইসলাম, সেক্রেটারি মুক্তার হোসেন, জয়পুরহাট শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন, সদর আমীর ইমরান হোসেন, পাঁচবিবি পৌর আমীর আবুল বাসার, শিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন, সেক্রেটারি তারেক হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে মরহুমের সকল গুনাহ সমূহ মাফ করে তার নেক আমলগুলো এবং ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধয্য ধারন করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তার জানাজায় ইসলামী আন্দোলনের নেতা কর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।