চাঁদপুর সংবাদদাতা : ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ২০২৪-এ শহীদ পরিবার অনুকুলে চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৩ মে দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে শহীদের পরিবারের মাঝে চেক হস্তান্তর করেন। জেলার ৩০ জন শহীদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ৫৯ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। আপনাদের বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে কিন্তু সেই অনুদানের মাধ্যমে আপনাদের মন জয় করা সম্ভব নয়। আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে, অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনারা এমনটা করবেন না, পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার প্রাপ্য, তিনি শুধু আর্থিক অনুদান পাবেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।