মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) : শহরের যানজট নিরসন ও যাতায়াত নিরবচ্ছিন্ন করার জন্য পৌর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত প্রতিরোধক বার (গেট) কোন কাজেই আসছেনা। প্রতিনিয়তই দিনের বেলাতেই শহরে ঢুকছে ভারি যানবাহন। ফলে চরম যানজট সৃষ্টিসহ যত্রতত্র এসব যানবাহন থেকে মালামাল লোড-আনলোড করার কারণে ব্যাপক প্রতিবন্ধকতাও দেখা দিচ্ছে। এতে ভোগান্তি কমছেনা শহরবাসীর।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারি যানবাহন প্রবেশ ঠেকাতে গত প্রায় ৩ মাস আগে ৫টি পয়েন্টে প্রতিরোধক বার তৈরী করা হয়। প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে এসব বার নির্মাণ করে আলিফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু এই বারগুলো তাদরকির জন্য লোকবল নিয়োগ দেয়া হয়নি। একারণে কার্যকর হচ্ছেনা এই বার। যে কারণে প্রতিদিনই উক্ত সময়সহ সারাদিনরাতই প্রবেশ করছে ট্রাক, কাভার্ড ভ্যান, ড্রাম ট্রাক, ট্যাংকলড়ি, ট্রলিসহ মালামাল বোঝাই ভারি যানবাহনগুলো।

শুধু তাই নয় এসব মালামাল যেখানে সেখানে লোড-আনলোডও করা হচ্ছে দেদারছে। এমনকি পৌরসভার সামনেই একজন ব্যবসায়ী সবসময়ই রাস্তার উপর তার মালামাল লোড-আনলোড করে চললেও কর্তৃপক্ষ নির্বিকার। অথচ এপথেই পৌরসভাসহ ফায়ার সার্ভিস, পৌর আধুনিক কমিউনিটি সেন্টার, হিন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ রোটারী চক্ষু হাসপাতাল বিদ্যমান। এই সড়কে যানবাহন দাড় করিয়ে রেখে মালামাল উঠানামা করানোর ফলে এসব প্রতিষ্ঠানে যাতায়াতে সমস্যায় পড়ছেন চলাচলকারীরা। তাদের অভিযোগ একজন রাজনৈতিক নেতার ভাগিনা হওয়ায় এখানে যানবাহন রেখে লোড-আনলোডের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেনা পৌর কর্তৃপক্ষ।

সরেজমিনে সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় গেলে দেখা যায়, ওই সড়কটিসহ শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক রোডে (বিমানবন্দর সড়ক) বিভিন্ন প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান ও ট্রাক, রেল স্টেশনগামী সড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আহমেদ পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যান, শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) কয়েকটি কুরিয়ার ও পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যান সারা দিনই অবস্থান করে মালামাল উঠানামা করছে।