গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে ’৩৬ জুলাইয়ের স্বপ্ন ও নতুন বাংলাদেশ গঠণে তারুণ্যের ভুমিকা' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এনডিপি 'সমৃদ্ধি' কর্মসূচির আওতায় বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে ওই সভা হয়।

প্রবীণ শিক্ষক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, পিকেএসএফ’র নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, শিক্ষক ইসাহক আলী, শিক্ষার্থী ফাতেমা জান্নাত, আবুল হায়াত, স্থানীয় যুবক মর্শেদ আলম ও পলাশ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিপি’র উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কছিম উদ্দিন।

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন।