ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার জালসা গ্রামে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান কাওয়ালীপাড়া যাওয়ার পথে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম (৫৫)কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে স্থানীয়রা আহত আবুল কাশেম কে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আবুল কাশেম গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের মৃত রহিজ মাষ্টারের ছেলে। এ দিকে ঘটনার পরেই ধামরাই বাজারে বিএনপির নেতাকর্মীরা আবুল কাশেম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের রথখোলা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। তিনি বলেন, অবিলম্বে আবুল কাশেম হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, কৃষকদল নেতা আনিছুর রহমান আনিস, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। দ্রুত খুনিদের গ্রেফতার করা হবে।