বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক সমাজ গঠনের নিরলস সংগ্রামী কাফেলার নাম। সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাকিদ ইসলাম দিয়েছে বলেই জামায়াত সমাজ সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। এ অর্থে জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামে নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ ভীরু যোগ্য নেতৃত্ব ছাড়া মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তি সম্ভব নয়। জামায়াতে ইসলামী সেই মানের নেতৃত্ব জাতিকে উপহার দিয়ে চলেছে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী মৌলিক সংস্কার পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করে আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় তারা মূলত দেশকে কত্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুরনো ধারায় ফেরানোর কৌশলী ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে এহেন ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ।

গতকাল সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের নির্বাচিত আমীর হিসেবে ২০২৫-২০২৬ কার্যকালের অবশিষ্ট সময়ের জন্য শপথ গ্রহণ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

নগর জামায়াতের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান নগর আমীর হিসেবে পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, আল্লাহর প্রিয় বান্দারা দায়িত্ব আসার পর আল্লাহকে ভয় করে এবং তা পালনের জন্য পেরেশান থাকে। সংগঠনের সদস্যদের দায়িত্ব হল তার জন্য দোয়া ও প্রদত্ত দায়িত্ব পালনে সহযোগিতা করা।

তিনি বলেন, সংগঠনের সকল রুকন ও দায়িত্বশীলদের সংগঠন সম্প্রসারণে যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমরা চাই এমন একটি সমাজ যেখানে মানুষ আল্লাহভীরু, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। জামায়াত ইসলামী সেই লক্ষ্যেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেÑসেবা, শিক্ষা, দাওয়াত ও সংগঠনের প্রতিটি ক্ষেত্রে। জামায়াত সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী দিনে ইসলাম ও মানবতার মুক্তির আন্দোলনে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নতুন নেতৃত্ব আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর শূরা সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তাহের, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, প্রফেসর ড. সাইয়েদ আবু নোমান, অধ্যাপক লিয়াকত আকতার সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারির ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মওলানা মমতাজুর রহমান, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম প্রমুখ।

শপথ গ্রহণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরীর শূরার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের।