পঞ্চগড় সংবাদদাতা : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড় সদরে ১১শত মে: টন পিএফজি সার গুদামের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি পঞ্চগড় সদরের ধাক্কামারা বিএডিসি হিমাগার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১১ শত মে: টন পিএফজি সার গুদাম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, বিএডিসির চেয়ারম্যান মো: রুহুল আমিন খাঁন।

এসময় বিএডিসি (সার ব্যবস্থাপনা) সদস্য পরিচালক মো: ওসমান ভুইয়া, বিএডিসি(সার) প্রকল্প পরিচালক মুজিবুর রহমান, বিএডিসি (সার) যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ মো: সামসুজ্জোহা প্রামানিক সহ সার ডিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন। পরে তিনি সার গুদাম ঘর ঘুরে দেখেন।

আত্ম প্রকাশ

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে “অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ” নামের একটি সংগঠনের আত্ম প্রকাশ করেছে। মুফতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও মো: সেলিম উদ্দিন রেজার সঞ্চালনায়।” অন্যায় বিরোধী সচেতন নাগরিক সমাজ” নামের এ সংগঠনের ৮৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

ফ্রি ব্লাড গ্রুপিং

নাগরপুর (টাঙ্গাইল) : ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে আয়োজিত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো. হারুন মিয়া ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে অত্র সংগঠনের আয়োজনে উপজেলা মোড়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যেখানে স্থানীয় ছাত্র-যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মতবিনিময়

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে শিক্ষক সমিতি গঠনের লক্ষে মতবিনিময় সভা হয়েছে। গত ১৬ আগষ্ট সকাল ১১টায় শিক্ষক আশাদুল ইসলাম এর আহবানে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সাখিদার। প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক বখত, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাবের, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

ফুটবল টুর্নামন্ট

আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বড়দলে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বড়দল ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে বড়দল কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার যুব বিভেগের সভাপতি ডাঃ রকোনুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াজেদ,উপজেলা টিম সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, বড়দল জামায়াতের সেক্রেটারি সিকান্দার আলী, ইউনিয়ন টিম সদস্য আব্দুল গফুর সানা, বড়দল ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি ওমর আলী, সেক্রেটারি হাবিবুর রহমান লিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাবিবুর রহমান সহ ইউনিয় জামায়াতের ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

অভিষেক

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।