গ্রাম-গঞ্জ-শহর
রংপুরে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়েনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার নগরীর রিজিওয়েন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition

হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়েনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বুধবার নগরীর রিজিওয়েন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়েছে।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়েনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চলতি রমযান মাস এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর বিভাগে চলাচলরত দূরপাল্লার এবং আন্তঃজেলা বাসসমূহের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, সুসৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ম্যানেজার, চালক ও কর্মকর্তাদের ঈদের সময় ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ব্যাপারে আহ্বান জানানো হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং দূরপাল্লাার গাড়ির ক্ষেত্রে ২ জন কোরে ড্রাইভার ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়। সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের সময় লাইন ম্যানেজারদের অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি মহাসড়কে ডাকাতি এবং অপরাধ প্রতিরোধে যেখানে সেখানে যাত্রী ওঠা-নামা না করা, সন্দেহভাজন যাত্রীদের ব্যাপারে পুলিশকে অবহিত করা, যাত্রীদের ভিডিও করার সময় এবং চেকিং করার সময় হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, পবিত্র রমযান মাস এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়েনের পক্ষ্য থেকে ইতোমধ্যে রংপুর বিভাগে চলাচলরত দূরপাল্লার এবং আন্তজেলা বাসসমূহের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোন্দিগঞ্জ, বড়দরগাহ এবং তারাগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় অতিরিক্ত ফোর্স মেতায়েন করা হয়েছে। এছাড়া ডাকাতি ও অপরাধ প্রতিরোধে বাসে ভিডিও এবং চেকপোষ্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মতবিনিময় সভায় হাইওয়ে পুলিশের কর্মকর্তাবৃন্দ, পরিবহন ম্যানেজার, চালক ও পরিবহন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।