কোটচাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুটির নাম ছোয়া খাতুন। সে কাঠালিয়া গ্রামের রাকিব হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। এতে শিশুটি গুরুতর দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রোববার রাত আনুমানিক তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় কাঠালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।