চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এদিন দুপুর ১২ টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। আগেরদিন মঙ্গলবার (২২ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবারের চেয়ে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।
এদিকে দামুড়হুদা মোক্তারপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, শেষ গরমে ধান চিটা থেকে রক্ষা করতে নিয়মিত জমিতে সেচ দিতে হচ্ছে। তাছাড়া প্রচন্ড গরমে মাঠে কাজ করা দুষ্কর হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বুধবার (২৩ এপ্রিল) মাঝারি তাপমাত্রা প্রবাহ চলছে। আরো ৫ দিন তাপমাত্রা এরকম থাকবে। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।