পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দে। সেখানে জমেছে বৃষ্টির পানি। অনেক জায়গায় কাঁদা উঠে গেছে। ইচ্ছে করলে চাষ দিয়ে ধান রোপনও করা যায়। খুলনার দৌলতপুর ও শাহপুর সড়কটি এমন বেহাল দশা। এক যুগেরও বেশি সময় ধরে দৈনদশায় রয়েছে সড়কটি। সংস্কারের অভাবে পিচঢালাই ও ইট-খোয়া উঠে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ফলে যাতায়াতে চরম দুর্ভোগ অঞ্চলের মানুষের। কোন উপায়ন্তর না পেয়ে সড়কের আমভিটা বাজারে ক্ষতিগ্রস্থ একটি অংশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা স্ব উদ্যোগে স্থানীয়দের সাথে নিয়ে ঝুড়িতে করে ইট-বালি এনে সংস্কারের কাজ করেছে। গতকাল বুধবার (২ জুলাই) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম এলাকার অর্ধশত লোকজন সড়ক মেরামত কাজে অংশগ্রহণ করেন।

জানা যায়, খুলনা জেলার দৌলতপুর-শাহপুর সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে সড়কটি টইটম্বুর করছে। কোন কোন গর্তে হাঁটু পানি হয়ে যানবাহন দুর্ঘটনায় পতিত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়। আগামী আগস্ট মাসে সড়কের কাজ শুরু হবে এমন খবরও রয়েছে। চলতি বর্ষা মওসুমে যাত্রী ও যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে চার হাজার ইট বরাদ্ধ দেয়া হয়। বাকি অর্থ বাংলাদেশ জামায়াত ইসলামীর ডুমুরিয়া উপজেলা শাখা থেকে বহন করা হচ্ছে বলে জানা যায়। বুধবার (২ জুলাই) সকাল থেকে কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাহেন্দ্র চালক ও ইজিবাইক চালকেরা এ কাজে সহযোগিতা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, মাহমুদুল হাসান, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আব্দুর রব আকুঞ্জী, আলমগীর হোসেন, জিহাদুল ইসলাম কাজের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন।

২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী বলেন, সকালে আমি সবাইকে নাস্তা খরচ দিয়েছি। জামায়াতে ইসলামী এবং বিএনপি মিলেমিশে কাজ করছে।

শাহপুর ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসাইন বলেন, চুকনগর বাজার থেকে দৌলতপুর মহাসিন মোড় পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মিকশিমিল, ঘোনা, তালবুনিয়া, শাহপুর বাজার, রামকৃষ্ণপুর, শলুয়া, আমভিটা বাজার এলাকায় কার্পেটিং উঠে খুবই খারাপ অবস্থায় পরিণত হয়েছে। সড়কের পাশ দিয়ে মাছের ঘের হওয়ায় অনেক জায়গায় ধ্বসে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই সড়কে। বছরের পর বছর বেহাল দশায় থাকা গুরুত্বপূর্ণ সড়কের আমভিটা বাজার এলাকায় আশু সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম জানান, সড়কটি দীর্ঘ এক যুগেরও বেশি ধরে অবহেলিত। এখানে সংস্কারের কোন উদ্যোগ নেয়না কর্তৃপক্ষ! উপায়ন্ত না পেয়ে আমরা উদ্যোগী হয়ে আশু মেরামতের কাজ করেছি। সকালে ইট-বালি দিয়ে গর্ত পূরণ করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন। তিনি বলেন, খুলনা এলজিইডি প্রকৌশলী মহোদয় মোট ৪ হাজার ইট দিয়েছেন। বালি ও লেবার খরচ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এক লাখ টাকার মত খরচ করা হবে ।

খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, মানুষের দুর্দশার কথা বিবেচনা করে সাময়িকভাবে সংস্কারের জন্য ৪ হাজার ইট দিয়েছি এবং একজন ঠিকাদারকেও বলে দিয়েছি দেখার জন্য। সম্পূর্ণ কাজের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশাকরি আগামী আগস্টে সড়কের সম্পূর্ণ কাজ হবে।