নরসিংদী শহরের প্রায় সকল সড়কই বেহাল হয়ে পড়েছে। সমগ্র সড়ক জুড়ে খানাখন্দে ভরে থাকায় যানবহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। এ সকল সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন প্রায় হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যাত্রী, চালক ও পথচারীরা আতঙ্কে থাকে। এলাকার লোকজন একাধিকবার ইটের খোয়া ও বালু দিয়ে মেরামত করলেও প্রবল বৃষ্টির পানিতে ধুয়ে আবার একই রকম হয়ে যায়। স্থানীয় লোকজনের দাবি, অতি দ্রুত যেন বাজারের রাস্তাঘাট সংস্কার করা হয়। বর্তমানে নরসিংদী পৌরসভায় জন প্রতিনিধি না থাকায় নরসিংদীর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: মনোয়ার হোসেন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, নরসিংদী শহরের অধিকাংশ জায়গায় রাস্তার মধ্যখানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার শিকার হয়ে যাত্রীদের নামিয়ে অনেক কষ্ট করে যানবাহন চলাচল করে থাকে। নরসিংদী শহরের ইনডেক্স প্লাজা, বাজির মোড়, হেমেন্দ্র সাহার মোড় থেকে পৌরসভা পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরপুর। এতে করে যাত্রীদের গন্তব্য পৌছতে সময়ও বেশী লাগে।
স্থানীয় অহিদ মিয়া জানান, বর্তমানে রাস্তার দিকে তাকালে মনে হয় পুকুর খনন করা হয়েছে। কিছুক্ষন পর পর গাড়ি থেকে নেমে হেঁটেই যেতে হয়। এরপর আবার গত কয়েক দিনের প্রবল বর্ষণে ও ভারী বৃষ্টিপাতে নরসিংদী শহরের প্রাণকেন্দ্র জেলখানা মোড় থেকে সদর উপজেলার মোড়সহ অধিকাংশ রাস্তাই পানিতে ডুবে একাকার হয়ে গেছে। এতে মানুষের দুর্ভোগের সীমা থাকেনা। এছাড়াও পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিপাতে অতি সহজেই ড্রেনগুলো ভরে যায়। এতে পানিতে ছয়লাভ হয়ে যায় বাজারের অধিকাংশ রাস্তাঘাট।
এ ব্যাপারে নরসিংদী পৌর প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা সুজিত সাহা জানান, পৌর প্রশাসক মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হচ্ছে না।