আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজার-সিইউএফএল- মেরিন একাডেমী সড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটির টেন্ডার ও কার্যাদেশ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের এন্ড ব্রাদার্স এই সড়কের নির্মাণের দায়িত্ব পেয়েছে। ইতোমধ্যে সড়কটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে সিইউএফএল কর্তৃপক্ষ। গাছ কাটার টেন্ডারসহ উন্নয়ন কাজের বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ায় এখন সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করতে মাইকিং করা হচ্ছে। সড়ক সম্প্রসারণে বাধা সৃষ্টি করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন দিনের নোটিশ দিয়ে এলাকাজুড়ে মাইকিং শুরু করেছে সওজ। মাইকিং শুরুর পর থেকেই যারা সিইউএফএলের জায়গায় বহুতল ভবন, দোকান, বিল্ডিং এর সিঁড়ি, ভাড়া ঘর বা দোকানপাট নির্মাণ করেছে তারা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকেই নিজেদের স্থাপনা রক্ষায় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা এবং সিইউএফএল ও সওজ কর্মকর্তাদের কাছে তদবির শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এব্যাপারে সিইউএফএলের ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম লাভলু জানান, জায়গাটি আনুষ্ঠানিকভাবে সড়ক ও জনপদ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। তারা কতটুকু জায়গা নেবে বা কোন অংশে কি কাজ করবে এ বিষয়ে আমরা এখনো সম্পূর্ণ অবগত নই। বিষয়টি জানার জন্য আমরা ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয়ের দিকনির্দেশনা পেলেই বিস্তারিত জানা যাবে। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সিইউএফএল সড়ককে চার লেনে উন্নীত করার জন্য টেন্ডারসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়া বিকল্প নেই।