বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী পাইকগাছা পৌরসভা ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশ ও জাতির বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তিনি ন্যায়, ইনসাফ ও জনকল্যাণভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামী নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে।

এ সময় তার সঙ্গে পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, পাইকগাছা পৌরসভার নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, সরকারি সেক্রেটারি মো. শফিয়ার রহমান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি এবাদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোহেল আহমেদ, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আবু তোহা ও বাইতুলমাল সেক্রেটারি রাশিদুল ইসলাম, চাঁদখালী ইউনিয়নের সেক্রেটারি মো. খাইবার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. আবুল কালাম আজাদ ও সেক্রেটারি হাফেজ আরিফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বনি আমিনসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।