নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : মাঝিরকানদা মসজিদ এর সামনে থেকে মোসতাকিম ৮ নামে শিশু অপহরণ করা হয়। অপহরণের কয়েক ঘন্টা পর শিশুর বাবাকে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। লক্ষণীয় শিশুটি বাবার ফোন নং বলতে পারে না। কিন্তু অপহরণকারীরা শিশুর পিতার নং কিভাবে পেল। অপহরণকারীরা কয়েক বার বিভিন্ন জায়গার কথা বলে। রাত ১১.৩০ দিকে মুন্সীগঞ্জের নিমতলা এলাকায় চার লক্ষ ৫০০০০ টাকার বিনিময়ে শিশুটিকে পরিত্যক্ত স্থানে ফেলে গেলে শিশুর বাবা নবাবগঞ্জের মহব্বতপুর নিবাসী মো. তারেক উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অসুস্থ অবস্থাতেও নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তাররা শিশুটিকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। শিশু মোস্তাকীম বর্তমানে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে।