নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে উম্মে হাবীবা নামের এক শিশুর (৮) মৃত্যু হয়েছে। নিহত শিশু চরএলাহী ৪ নং ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ীর মোঃ হানিফের একমাত্র সন্তান এবং চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। নিহত শিশুর পিতা মোঃ হানিফ জানান, দুপুরের পর নিজ বাড়িতে মাদ্রাসার হাতের লিখা লিখতে গিয়ে কলম নিচে পড়ে যায়, তখন কলম নিতে নিচে হাত দিলে সাপে কামড় দেয়। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালে রেফার করে, এবং ফেনী নেওয়ার পথে মারা যায়। নিহতের বাবা আরো জানান, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি ভ্যাকসিন থাকতো তাহলে হয়তো আমার একমাত্র সন্তান মারা যেত না।
গ্রাম-গঞ্জ-শহর
সাপের কামড়ে ভ্যাক্সিনের অভাব
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে উম্মে হাবীবা নামের এক শিশুর (৮) মৃত্যু হয়েছে। নিহত শিশু চরএলাহী ৪ নং ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ীর মোঃ হানিফের একমাত্র সন্তান এবং চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার